১.
রক্তাক্ত নদীতে
স্রোতে ভেসে যাচ্ছে দুঃখরা_
সবাই দেখেও কাছে টানছে না,
এদের তো গায়ে মাখতে নেই।
এইযে দুঃখ,
এদের কাছে নয়, দূরে সরিয়ে দিতে হয়,
এই বিদ্যে তোমার আমার জানা আছে,
তবুও মানুষ দুঃখ দেয়।
স্যাডের দরিয়া
তেরো জুন। পঁচিশ
সকাল: ১০:২৬
২.
বসে আছি চুপচাপ,
ভিনদেশের কোনো অচেনা গলিতে –
হাওয়ায় ভেসে আসছে তোমার ঘ্রাণ
মাতাল করা ঘ্ৰাণ;
অহেতুক পুড়ে যাচ্ছে বুক
কোনো ভ্যানিস আগুনে।
ভ্যানিস আগুন
তেরো জুন।
পঁচিশ
সকাল ১০:০৫
৩.
ঝিরঝির বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ
থ হয়ে আছে পথের সব,
রাস্তাও হাঁটছে একা একা অজানা গন্তব্যেই
নিস্তব্ধ, হাহাকার জুড়ে আছে সবখানেই
সে সময় তুমিই এলে আমার ধারে,
হয়েছো ভীষণ ঝড়।
বুকের ভেতর বয়ছে হঠাৎ
মৃদু কোনো সাইক্লোন অদৃশ্য হয়ে।
এখন নিরাপদের আশ্রয় প্রয়োজন;
তাই তোমার বুক খুঁজেই চলেছি আমি।
অদৃশ্য সাইক্লোন
১৩ই জুন। পঁচিশ
সন্ধ্যা: ০৩:১১